মাঝেরহাট ব্রিজের পর এবার কলকাতার টালা ব্রিজ। চলতি বছরে ফেব্রুয়ারি থেকেই টালা সেতু ভাঙার কাজ শুরু হয়। সম্প্রতি ভাঙার কাজ সম্পূর্ণ শেষ করে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। টালা সেতুর নকশা অনুমোদন করলো রেল।পূর্ত দফতরকে নকশা অনুমোদন করে পাঠিয়েছে রেল। জানা গেছে, এই ব্রিজ দাঁড়িয়ে থাকবে ৬টি পিলারের ওপর। রাজ্যের তরফে জানানো হয়েছে,আগামী দেড় বছরের মধ্যে কাজ শেষ করতে চায়। এই টালা সেতু চালু হল যন্ত্রনা কমবে উত্তর শহরতলির মানুষের।
