বিদায় নিতে চলেছে বাঙালির প্রিয় শীত। সপ্তাহের শুরুর দিনে শহরের তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের বাকি দিনগুলিতেও আরও দু-তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা, বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাতে শীতের আমেজ থাকলেও, দিনের বেলা তা থাকবে না। ফলে অস্বস্তি বাড়বে শহরবাসীর। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই অবস্থা। তবে সোমবার ও মঙ্গলবার সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। সাথেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে।
