চলতি বছরে শীতের আমেজ সেইভাবে উপভোগ করেনি শহরবাসী। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানিয়েছে, আগামী কয়েকদিন একই রকম পরিস্থিতি থাকবে। যদিও মকর সংক্রান্তির আগে ফের শীত ফিরবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। রবিবার জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকায় রবিবার সকাল থেকেই বদলে যেতে শুরু করে আবাহাওয়ার চিত্র।
