শীতবস্ত্র ও ছাত্রাছাত্রীদের খাতা পেন প্রদান কর্মসূচির আয়োজন করা হয কেশিয়াড়ী ব্লকের সাতশোল মা সাতভনী মাতা মেলা কমিটির পক্র থেকে। বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠান মধ্য দিয়ে এলাকার প্রায় ১০০ জন গরীব ও দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র ও এলাকার প্রায় ৭০ জন ছাত্র ছাত্রীদের হাতে খাতা ও পেন তুলে দেওয়া হয়। প্রত্যক বছর মকর সংক্রান্তি উপলখ্যে 2রা মাঘ এই সাতভনী মাতার পূজো মেলা বসে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যপী চলে এই মেলা। উপস্থিত ছিলেন কেশিয়াড়ী থানার আই সি উদয়শঙ্কর মন্ডল, বিশিষ্ট সমাজসেবী পবিত্র শীঠ,মূল উদ্যোক্তা বলাই নায়েক সহ মেলা মেলা কমিটির সদস্যরা।
