নেতাজীর জন্মদিনকে আগেই পরাক্রম দিবস ঘোষনা করেছে কেন্দ্র। আবারও নেতাজিকে নিয়ে নতুন গ্যালারি কথা ঘোষনা করল কেন্দ্র। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে কলকাতায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতাজিকে নিয়ে নতুন গ্যালারির উদ্বোধন করবেন তিনি। ওই গ্যালারিতে নেতাজির ১২৫টি ছবি থাকবে। পাশাপাশি, নেতাজির ১২৫-তম জন্মজয়ন্তীর আগে ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস করার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল। অন্যদিকে ওই দিনই বিশেষ পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজীর জন্মদিন উপলক্ষ্যে কর্মসূচী এখানেই শেষ নয়। নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে নতুন গ্যালারির উদ্বোধনের সাথে সাথে তাঁকে শ্রদ্ধা জানাতে ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম পরিবর্তন করে রাখা হবে নেতাজি মেমোরিয়ল।
