ভ্যাকসিন নিয়ে আশার আলো। আগামী সপ্তাহে দেশের চার রাজ্যে হবে কোভিড ভ্যাকসিন ট্রায়াল।
পাঞ্জাব, অসম, অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের দু’টি করে জেলায় ‘ড্রাই রান’ করে গোটা দেশে টিকাকরণের প্রস্তুতি
পরীক্ষা করে নেওয়া হবে। ভারতের মতো বড় দেশে টিকাকরণ কর্মসূচি একটি ব্যাপক দক্ষতার পরীক্ষা। সেই
পরীক্ষায় সফল হতেই এত সতর্কতা নেওয়া হচ্ছে। টিকাকরণের আগে সমস্ত উপযুক্ত ব্যবস্থা হয়েছে কিনা, তা
খতিয়ে দেখা হবে ২৮ ও ২৯ ডিসেম্বর। ইতিমধ্যেই চারটি জেলার সরকারের কাছে প্রয়োজনীয় নির্দেশিকা
পাঠিয়ে দিয়েছে কেন্দ্র।
