করোনার বিরুদ্ধে লড়াই করতে সমগ্র বিশ্ব তাকিয়ে রয়েছে ভ্যাকসিনের দিকে। তবে হু প্রধান শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে জানান,ভ্যাকসিন আসলেই করোনা যে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে তা কিন্তু একেবারেই নয়। পাশাপাশি, ভ্যাকসিন নিয়ে কোনো ভাবেই যেন ধনী ও শক্তিশালী দেশগুলি দরিদ্র এবং প্রান্তিক দেশগুলিকে যেন কোনঠাসা না করে, এও তিনি বলেন। তবে তাঁর বক্তব্যে আশার আলো হল যে, “করোনা অতিমারি শেষ হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারে বিশ্ব”।
