গত শনিবার থেকে এ দেশে টিকাকরণ শুরু হয়েছে। ভ্যাকসিনেশনের উদ্বোধন অনুষ্ঠানে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মানবতার স্বার্থে দেশে তৈরি করোনার টিকা প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলিকে সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ ভারত। আর সেই অঙ্গিকারেই সম্প্রতি বাংলাদেশে করোনা টিকা পাঠিয়েছে ভারত। বাংলাদেশ ছাড়াও ভারতের এই করোনা টিকার ভাগ পেয়েছে নেপাল, ভুটান আর মালদ্বীপও। তবে এবার ভারতের এই টিকাই কিনতে চাইছে বিশ্বের আরও ৯২টি দেশ। এর মধ্যে রয়েছে থাইল্যান্ড, সিসিলি, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মরিশাস মত বড় বড় দেশগুলি। মাস্ক, পিপিই কিট, ভেন্টিলেটর, টেস্টিং কিটের পাশাপাশি ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পের মাধ্যমে করোনা ভ্যাকসিনও বিভিন্ন দেশে পাঠাতে প্রস্তুত ভারত। ফলে বলাই বাহুল্য বিশ্বের নতুন ‘ভ্যাকসিন হাব’ হল ভারত।
