চলতি মাসের শেষে অনুমোদন মিলতে পারে করোনা ভ্যাকসিনের। বৃহস্পতিবার এমনই বক্তব্য রাখলেন এইমস এর অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়া। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই টিকা বণ্টনের পরিকল্পনা করছে। তার ভিত্তিতেই এইমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়া আশাবাদী যে চলতি মাসের শেষে কিংবা ২০২১ সালের জানুয়ারি মাসের গোড়াতেই প্রতিষেধক প্রয়োগে জরুরি অনুমোদন দিতে পারে এদেশের কর্তৃপক্ষগুলি। তারপর থেকেই দেশজুড়ে ভ্যাকসিন দেওয়ার কাছ শুরু হবে।
