পরিবেশকরক্ষায় নতুন পদক্ষেপ রেলের। সমস্ত রেল স্টেশনে চায়ের দোকানগুলিতে মাটির ভাঁড় ব্যাবহার করতে হবে। এক অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। প্লাস্টিকের কাপ ব্যবহার করা যাবে না। প্লাস্টিক-ফ্রি ইন্ডিয়া মিশন সফল করতেই রেলওয়ের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশের প্রায় ৪০০টি স্টেশনে মাটির ভাঁড়ে চা বিক্রি হয়। এতে পরিবেশদূষণ প্রতিরোধের পাশাপাশি ভাঁড় তৈরি শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের উপার্জন বাড়বে বলেও আশা রেলমন্ত্রীর।
