২০১৯ সালে প্রথমবার বড়পর্দায় মুক্তি পেয়েছিল উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক। সেই সময় বক্স অফিস দাপিয়ে বেড়ায় ভিকি কৌশলের এই ছবি। পাশাপাশি জিতে নেয় বেশ কয়েকটি পুরস্কার। আবার সিনেমা হল গুলিতে শোনা যাবে সেই অতি পরিচিত সংলাপ- “হাউ ইজ দ্য জোশ!” ফের একবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক। দিন কয়েক আগেই ছবির নির্মাতারা এক ট্যুইট বার্তায় উরির পুণরায় মু্ক্তির কথা জানান। পাশাপাশি তিনি লেখেন, দেশের বীরযোদ্ধাদের শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। তাই আরও একবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। কোন কোন সিনেমাহলে এই ছবি ফের মুক্তি পাচ্ছে, তারও একটি তালিকা প্রকাশ করা হয়।
