সামনেই দুর্গোত্সব। তবে করোনার প্রকোপ কমেছে কম বেড়েছে বেশী। আনলক ৫ শুরু হলেও দিন দিন বেড়ে চলেছে করোনার প্রকোপ। তবে আসন্ন দুর্গোত্সবকে কেন্দ্র করে রাজ্যে চলছে নানা জল্পনা কল্পনা। নতুন করে করা হচ্ছে সব প্ল্যান। সব রকম সুরক্ষাবিধি মেনেই পুজো করার নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটি গুলিকে। এর মাঝেই সম্পূর্ণ অন্যরকম সিদ্ধান্ত নিয়েছে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার। তাঁরা জানিয়েছেন পুজো হবে। তবে তা দর্শকবিহীন। বাইরে থেকে আগত কোনও দর্শককেই ভেতরে ঢুকতে দেওয়া হবে না। শুধুমাত্র স্থানীয়দেরই পুজো প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হবে। বুধবার এই দাবীতে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি।
