নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বড় জিয়াকুর হাই স্কুলের মাঠে এই অনুষ্ঠান কর্মসূচি আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য এবং একাধিক পঞ্চায়েত সদস্য সহ প্রায় 500 জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন। সেই সকল কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পাশাপাশি এলাকার দুঃস্থ এবং বয়স্ক মানুষদের বস্ত্র বিতরণেরও আয়োজন করা হয়।
