শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই মুর্শিদাবাদে তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে চিন্তিত ঘাসফুল শিবির। তাই জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ তৃণমূল ভবনে বিশেষ বৈঠক হবে। সূত্রের খবর, ওই বৈঠকে থাকতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠকে কি আলোচনা হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
