আবারও ভাঙন তৃণমূলে। আগামীকাল অর্থাত্ বুধবার বিজেপি যোগদান মেলায় যোগ দিচ্ছেন হাওড়ার তৃণমূল নেতা শ্রীকান্ত ঘোষ। সূত্রের খবর, তাঁর সঙ্গে প্রায় ৫ হাজার তৃণমূল কর্মী, সমর্থকও পদ্মশিবিরে যোগ দেবেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মুকুল রায়ের সঙ্গে কলকাতায় বৈঠক করেন তিনি। বৈঠকে আলোচনা হয় আগামী দিনের কর্মসূচি। শ্রীকান্ত ঘোষের অভিযোগ, “২০০৮ সাল থেকে তৃণমূল করছি। কিন্ত দল কোনও যোগ্য সম্মান দেয়নি।” তাঁর বিস্ফোরক অভিযোগ, “শুধু লুটেছে আমায়।” তাঁর টাকাতেই তৃণমূলের অনেক বড় অনুষ্ঠান হয়েছে বলে দাবি করেন তিনি।
