কয়েক বছর আগের পাঁরুইয়ের মাকরার ঘটনাকে তুলে ধরে তৃণমূলকে আক্রমন করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মন্ডলকে আক্রমণ করেন তিনি। কোচবিহার থেকে কাকদ্বীপ সংখ্যালঘুরা যোগ দিচ্ছেন বিজেপিতে এমনই দাবি করেছেন বিজেপির রাজ্য সহ সভাপতি।
প্রসঙ্গত ২০১৪ সালে উতপ্ত হয়ে ওঠে পাঁড়ুইয়ের মাকরা। বোমা গুলির লড়াইয়ে মৃতদের বিজেপি কর্মী বলে দাবি করে বিজেপি। বুধবার সিউড়ির রামকৃষ্ণ সভাগৃহে সংখ্যালঘু মোর্চার প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন এবং বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা৷ ধ্রুব সাহা এদিন বলেন, শিক্ষিত সংখ্যালঘুদের সামনে আনতে হবে। কারও ক্ষমতা নেই অনুব্রত মন্ডলকে বাঁচানোর। মানুষ আগামী দিনে অনুব্রত মন্ডলকে গণধোলাই দেবেন।
