রাজনৈতিক দল পরিবর্তনকে কেন্দ্র করে ধুন্ধুমার। জানা গেছে সোমবার দমদম সেন্ট মেরি স্কুলের সামনে বিজেপির তরফ থেকে একটি পথসভা ও যোগদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ,জয়প্রকাশ নারায়ণ,বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। সেখানে ২৫১ জন বিজেপিতে যোগদান করেন। সেখানেই তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপির উদ্দেশ্যে কালো পতাকা দেখায় এবং এক বিক্ষোভের সৃষ্টি হয়। সেখানকার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হতে থাকে যে, পুলিশবাহিনীও RAP নামতে বাধ্য হয়। পুলিশের কাছে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে তাদের বাইক ভেঙে দেয়া হয়েছে এবং আক্রমণ করা হয়।
অনির্বাণ দত্তের রিপোর্ট।
