একুশের নির্বাচনকে পাখির চোখ করে চলছে রাজনীতি। পাশাপাশি ঊর্ধ্বমুখি রাজনীতির পারদ। চলছে একে অপরকে দোষারপের পালা। শুক্রবার পাঁচলা জলা বিশ্বনাথপুর অঞ্চলের ধুমকি চটি পাড়া এলাকার একশো ৩৮ নম্বর বুথ এলাকায় তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষের জেরে বেশ কয়েক জন গুরুতর আহত হয়। বিজেপির মহিলা ও পুরুষ সহ মোট ৫ জনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়। রবিবার ওবিসি মোর্চা গ্রামীণ সম্পাদক কালীপদ মাখালের নেতৃত্বে আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান, হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রঞ্জন পাল, বৈদ্যনাথ কুন্তী, ওবিসি মোর্চা গ্রামীণ সম্পাদক সহ প্রমুখ।
