মঙ্গলবার থেকে বাংলার নাইসেডে শুরু কো-ভ্যাক্সিনের ট্রায়াল। প্রায় হাজার জনের দেহে করা হবে এই কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। জানা যাচ্ছে ট্রায়ালে স্বেচ্ছাসেবক হতে পারেন ফিরহাদ হাকিমও। ট্রায়ালে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নাইসেডের অধিকর্তা জানান, এটা থার্ড ফেসের ট্রায়াল। সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে ২৬ হাজার মানুষের মধ্যে ট্রায়ালের দায়িত্ব পেয়েছে ২৪টি সংস্থা। তার মধ্যে নাইসেড একটা। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ট্রায়াল শুরু করে দেওয়া হবে।
