আনলক ৪ চালু হতেই শুরু হতে চলেছে ট্রেন পরিষেবা। সেই নিয়ে বৈঠক হল শিয়ালদহ রেল ডিভিশনে। ট্রেন চালু করতে হলে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে কোন নির্ধারিত সময় দেওয়া হয়নি। তবে এই বিষয়ে আগাম ব্যবস্থা করে রাখতে চায় শিয়ালদহ রেল ডিভিশন। যে স্থানে যাত্রী বেশি সেখানে থার্মাল ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হবে। বর্তমান সময়ে ১২১ টি স্টাফ স্পেশাল ট্রেন চলছে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, ট্রেন আরও ১০০ বাড়ানো হোক। সেই দিক দিয়ে দেখতে গেলে প্রতি স্টেশনে চেকিং সম্ভব নাও হতে পারে। তাছাড়াও এই পরস্থিতিতে যে সব স্টেশন দিয়ে যাত্রী ওঠানামা করবে সেখানে রাজ্য প্রশাসনের সাহায্য দরকার হবে। এছাড়াও এই সময়ে ট্রেন চালানোর অনুমতি দিলে আরও ৪-৫ দিন সময় লাগতে পারে। বুধবার মুখ্যমন্ত্রী জানান, সমস্ত রকম নিয়ম-বিধি মেনে কলকাতাও আশপাশের এলাকা গুলিতে ট্রেনও মেট্রো চালালে তাতে কোনও অসুবিধা নেই।
