ফের কলকাতাগামী বিমানে ২ করোনা আক্রান্তের হদিশ মিলল। বিমানবন্দর সূত্রে খবর, সোমবার সকালে লন্ডন থেকে কলকাতায় এসে পৌঁছয় বিমানটি। তাতে ২২২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৫ জন যাত্রীকে পরীক্ষা করা হয় তারমধ্যে ২ জনের রিপোর্ট পজিটিভ আসে। তবে আক্রান্ত ২ জনই উপসর্গহীন। অন্যদিকে, ব্রিটেনে করোনা সংক্রমণ বাড়ায় মঙ্গলবার থেকে ব্রিটেন-ভারত উড়ান বন্ধের ঘোষণা করেছে কেন্দ্র। সোমবার দিল্লিতে জরুরি বৈঠকে কেন্দ্রের সিদ্ধান্ত, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ। সাথেই ব্রিটেনের কিছু এলাকায় আবার নতুন করে করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
