একদিকে মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যোয়ের জন সমাবেশ আর অন্যদিকে বিজেপির উত্তরকন্যা অভিযান। দুই নিয়ে আজকের বাংলার পারদ তুঙ্গে। বিজেপি সূত্রে খবর, দুটি পয়েন্ট থেকে উত্তরকন্যার দিকে এগোচ্ছিল মিছিল। একটি মিছিল শুরু হয় শিলিগুড়ির নৌকাঘাট থেকে। নেতৃত্বে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। অন্য মিছিলটি বের হয় ফুলবাড়ি থেকে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়ি জুড়ে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, উত্তেজনা। পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টিও হয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন যুবমোর্চার সদস্যদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা পুলিশ চালায় কাঁদানে গ্যাস, জলকামান। বিজেপির এই অভিযানে আবারও একবার বিজেপির নবান্ন অভিযানের চিত্র উঠে এল। তবে উত্তরকন্যার আগেই আটকে দেওয়া হয় মিছিল।
