কটুক্তি মন্তব্যের প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারের তিন সদস্য। ঘটনাটি শান্তিপুরের হরিপুর চৈতন্য পল্লী এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, চৈতন্য পল্লীর বাসিন্দা রাজ কুমার বিশ্বাস পেশায় একজন তাঁত শ্রমিক তার বাড়ি লাগোয়া পাশের বাড়ির লোকজনেরা মাঝে মধ্যেই তাকে নিয়ে কটুক্তি মন্তব্য করতো। অভিযোগ গতকাল প্রতিবাদ করায় ওই পাশের বাড়ির লোকজনেরা রাজ কুমার বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার ছেলে ও স্ত্রীকেও মারধর করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে রাজ কুমার বিশ্বাসের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
