চরম দুর্ভোগের আশঙ্কা, টানা তিন দিন বাস ধর্মঘটের ডাক রাজ্যে। আগামী ২৮ থেকে ৩০ শে জানিয়ারি রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধি এবং ভাড়ার পুনর্বিন্যাসের দাবিতে টানা তিন দিন রাজ্য জুড়ে বাস মিনিবাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস মালিকদের পাঁচটি সংগঠন৷ পাশাপাশি বাস ভাড়া বৃদ্ধির দাবিতে অনেক দিন ধরেই সবর হয়েছিল বেসরকারি বাস ও মিনিবাসের মালিকরা। তাদের অভিযোগ, ডিজেলের দাম যে হারে বেড়েছে তাতে বাস চালিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। প্রসঙ্গত, বর্তমানে অনেক বেসরকারি বাস-মিনিবাসেই নির্দিষ্ট ভাড়ার অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে৷ সরকারের বেঁধে দেওয়া ভাড়ার তালিকাও সেক্ষেত্রে মানা হচ্ছে না বলে অভিযোগ৷
