৮৭ বছরে এই প্রথম বাতিল করা হল রনজি ট্রফি। বিসিসিআই জানিয়েছে, এবার আর রনজি ট্রফির আয়োজন করা হবে না। এবার শুধুই বিজয় হাজারে ট্রফি আয়োজন করা হবে। বিসিসিআই প্রতিটি রাজ্য ক্রিকেট সংস্থার কাছে পরামর্শ চেয়েছিল, রনজি ও বিজয় হাজারের মধ্যে কোনটি আয়োজন করা যেতে পারে, সেই পরামর্শে সকলের মত বিজয় হাজারে, মহিলাদের সিনিয়র একদিনের টুর্নামেন্ট ও Under-19 বিনু মানকড় ট্রফি আয়োজন করা যেতে পারে। তবে এখনও কোনও টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়নি।
