পেঁয়াজের দামে লাগাম টানতে নতুন পরিকল্পনা গ্রহন করেছে সরকার। সূত্রের খবর,সরকার এবার পেঁয়াজের বাফার স্টক এক লাখ থেকে বাড়িয়ে দেড় লাখ টন করার পরিকল্পনা করছে। যার ফলে বছরের যে কোনও সময়ই দেশের বাজারে পেঁয়াজের অভাব হবে না। দামও কেজি প্রতি ১০০ টাকায় পৌঁছবে না। বাফার
স্টক বাড়ালেই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন সরকারি আধিকারিকরা। যে মুহূর্তে পেঁয়াজের অভাব দেখা দেবে, তখনই বাজারে বাফার স্টক পৌঁছে দেওয়া হবে। সরকার চাইছে, চাহিদা মতো দেশেই উত্পন্ন হোক পেঁয়াজ। যাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে না হয়। রাজ্যে পেঁয়াজের যোগান বৃদ্ধি পাওয়ায় কয়েকদিনে সারা দেশে পেঁয়াজের দাম কিছুটা হলেও কমেছে। যার ফলে স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের হেঁশেলে।
