গোটা দেশ তথা বিশ্ব যখন মারন ভাইরাস করোনার কবলে। তখনও পর্যন্ত করোনামুক্ত ছিল লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। তবে গত সোমবার করোনার প্রথম সংক্রমণের খবর পাওয়া যায়। সেখানকার এক ব্যাক্তির শরীরে মিলেছে মারন ভাইরাস করোনা। ভারতের একমাত্র স্থান যেখানে এত দিন পর্যন্ত কোনও করোনার সংক্রমণের খবর পাওয়া যায়নি। সোমবার করোনার ইতিবাচক পরীক্ষার পর, ওই ব্যাক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি করোনা সংক্রমন রুখতে লাক্ষাদ্বীপ প্রশাসন আপাতত দ্বীপ গুলোর মধ্যে জাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে বলে সরকারি সূত্রের খবর। লাক্ষাদ্বীপ প্রশাসন জানিয়েছিল, কেউ ভ্রমণ করতে চাইলে, তাঁকে ভ্রমনের ৪৮ ঘণ্টা আগে করোনার রিপোর্ট করাতে হবে। পরীক্ষার ফল নেতিবাচক এলেই তাহলে এই দ্বীপে আসতে পারবে।
