গতকালই মন্ত্রীত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী। বিধায়ক পদে অবশ্য রয়েছেন। একাধিক দায়িত্বে থাকা পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরপর কী পদক্ষেপ হতে পারে তার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। যাকে নিয়ে এত কৌতুহল সেই শুভেন্দু অধিকারী কিন্তু সামনাসামনি এখন মুখ খোলেননি। কিন্তু তাঁর অনুগামীরা বিভিন্ন জায়গায় প্রকাশ্যে
প্রচার চালিয়ে যাচ্ছেন ” আমরা দাদার অনুগামী ” হিসাবে। ” মানুষের উপকার
করতে কোনো পদ লাগে না ” – জননেতা শুভেন্দু অধিকারী নামাঙ্কিত ব্যানার দেখে
জল্পনার পারদ চড়ছে। এবার হুগলীর কানাইপুর গ্ৰাম পঞ্চায়েত এলাকায় পড়ল
দাদার অনুগামীদের ব্যানার। এদিকে পদ্মপুকুর, তারকেশ্বর বাস স্ট্যান্ড, চাউলপট্টী
সহ শহরজুড়ে দেখা গেল এই পোস্টার। কানাইপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল
যাদব জানিয়েছেন, উনি আমাদের দলের সাথেই এখনো আছেন। আমরা সকলে চাই
উনি সাথে থাকুন।
