গভীর রাতে মদের দোকানে টিনের চালা ভেঙ্গে লাক্ষাধিক টাকার মদের পেটি চুরি। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানা এলাকার অন্তর্গত সারাগর এলাকায়। সূত্রের খবর, বুধবার গভীর রাতে কিছু দুষ্কৃতি ওই মদের দোকানের চালা কেটে দোকানে ধুকে মদের পেটি চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার ওই দোকানের মালিক দোকান খুলতে গিয়ে নজরে আসে। পাশাপাশি এও জানা যায়, চুরি করার সময় সিসিটিভি ক্যামেরার মুখ দুষ্কৃতিরা অন্য দিকে ঘুরিয়ে দেয়। ঘটানাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
