দেশের কনিষ্ঠতম মেয়র হয়ে রাজনীতিতে জায়গা করে নিলেন আরয়া রাজেন্দ্রন। রাজেন্দ্রন এখন বালসংঘমের রাজ্য সভাপতি ও সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য পর্যায়ের নেত্রী। ২১ বছরের আরয়া রাজেন্দ্রন কেরলে সদ্যসমাপ্ত স্থানীয় সংস্থাগুলির নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে সিপিএমের নেতৃত্বাধীন লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্টের হয়ে জয়লাভ করেন। জানা গেছে, তিরুবনন্তপুরমের মেয়র হিসেবে রাজেন্দ্রনের নাম সুপারিশ করেছে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলী। সেই সুপারিশ মতো রাজেন্দ্রন যদি তিরুবনন্তপুরমের হিসেবে শপথ নেন, তাহলে কেরল তো বটেই, সারা দেশে তিনিই হবেন কনিষ্ঠতম মেয়র।
