মালগাড়ি থেকে সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। বুধবার সকালে বিকট শব্দ শুনে ছুটে যায় এলাকার লোকজন। দেখতে পান রেলের ছাদেই পড়ে রয়েছে একটি দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ রাজা। চোপড়ার সোনাপুরের বাসিন্দা। নিউ জলপাইগুড়ি স্টেশনে দিনমজুরের কাজ করত সে। সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে, বিদ্যুৎবাহী তারে সংস্পর্শে এসে নিমেষে ঝলসে যায় ওই যুবক। ঘটনার খবর পেয়ে NJP থানার পুলিশ ও জিআরপি পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।