কলকাতায় বড়দিনের পারদ নেমেছে এক ডিগ্রি। আগামী দু এক দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া দফতর। জাঁকিয়ে শীতেই বছর কাটবে। জানা গেছে শনিবার নতুন করে পশ্চিমীঝঞ্ঝা ঢুকবে ভারতে। এই ঝঞ্ঝার প্রভাবে রবি ও সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। রাতের তাপমাত্রা থাকবে প্রায় ১৩.৭ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।
