শুক্রবার কলকাতা বিমানবন্দরে আসতে পারে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বানানো ভ্যাকসিন। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য ভবনে ভ্যাকসিন বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেদিন বৈঠকে ভ্যাকসিনের বিলি সংরক্ষণ এবং তার প্রক্রিয়া দত্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কোভিড যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার একটি তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন।
