দু বছরের মধ্যে দেশ জুড়ে টোল প্লাজা তুলে দেবে সরকার। এমন পরিকল্পনার কথাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতীন গড়করি। এবার থেকে টোল সংগ্রহ হবে জিপিএস পদ্ধতিতে। জানা গেছে, যানবাহনের গতি বাড়াতে এবং টোল বা পথ কর সংগ্রহের পরিমাণ বাড়াতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। সাথেই টোল ফাঁকি দেওয়া বন্ধ করতেও এই পদক্ষেপ সরকারের। মন্ত্রী জানিয়েছেন, নয়া পদ্ধতিতে গাড়ি কোথায় কতদূর ভ্রমণ করছে তার উপর ভিত্তি করে গাড়ির মালিকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিজিটাল পদ্ধতিতে সরাসরি টোলের টাকা কেটে নেওয়া হবে। এই জিপিএস পদ্ধতিতে টোল কাটার ফলে জানা যাবে একটি গাড়ি কোথায় কতক্ষণ ধরে কতদূর গিয়েছিল। এতে টোল প্লাজাগুলিকে টিকিয়ে রাখা এবং সেগুলির রক্ষণাবেক্ষণের জন্য বিপুল খরচও সরকারকে আর বহন করতে হবে না।
