করোনা পরিস্থিতিতেই ১৯শে জানুয়ারি থেকে ক্লাস টেন ও টুয়েলভের ক্লাস শুরু হতে চলেছে, এমনই ঘোষণা করল তামিলনাড়ু সরকার। সেখানকার মুখ্যমন্ত্রী পালানিস্বামী জানিয়েছেন, কোভিড -১৯ সুরক্ষা বিধি মেনেই পুনরায় স্কুল চালু হবে। তিনি জানান, আসন্ন বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, ৯৫ শতাংশ অভিভাবক বিদ্যালয় পুনরায় চালু করতে চাইছেন। প্রতি ক্লাসে কেবল ২৫ জন শিক্ষার্থীকেই অনুমতি দেওয়া হবে। এছাড়াও, রাজ্যের সব জেলায় কোভিডের ঘটনা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।” পাশাপাশি তিনি জানান, স্কুলগুলিতে শিক্ষার্থীদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঔষধও বিতরণ করা হবে।
