মোদি সরকারের পক্ষেই সুপ্রিম কোর্টের রায়। নতুন সংসদ ভবন নির্মানের রায় দিল শীর্ষ আদালত। সোমবার প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘সেন্ট্রাল ভিসটা প্রজেক্ট’-কে সবুজ সংকেত দেয় শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ। শুরু থেকেই নতুন সংসদ ভবন তৈরির বিরোধীতা করেছিল বিরোধী দল। তবে নয়া নির্মাণে ছাড়পত্র দিলেও বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্ট। নির্মাণস্থলে দূষণ রোধে অ্যান্টি-স্মোগ গান ও স্মোগ টাওয়ার বসানোর নির্দেশ দিয়েছে আদালত।
