সাগরদ্বীপের চৌরঙ্গীতে সুন্দরবন জনকল্যান সংঘ বিদ্যানিকেতন মাঠে শুরু হল সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা।
এই মেলা উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাগর ব্লক আধিকারিক সুদীপ্ত মণ্ডল।উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৃহস্পতিবার মেলার শুভ উদ্বোধন হয় জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। এছাড়াও অনুষ্ঠিত হয় আদিবাসী নৃত্যানুষ্ঠান। মেলা চলবে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রাঙ্গনে এসে বিডিও সুদীপ্ত মন্ডল বলেন, কাকদ্বীপ মহকুমার এই মেলা আমাদের ব্লকে অনুষ্ঠিত হওয়া এবং আমি দায়িত্ব পেয়ে খুব খুশি। এই সবলা ও ক্রেতা সুরক্ষা মেলায় বিশেষ আকর্ষণ রয়েছে শালপাতার মূর্তি ও কিছু স্টল। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি কিছু কারুকার্য। এছাড়াও মাক্স স্যানিটাইজার চ্যানেল এবং সিসি টিভির মাধ্যমে রয়েছে বিশেষ নজরদারি।
