হুগলির পুরশুড়ার জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণের শুরুতেই তিনি খোঁজ করেন দলের বুথকর্মীদের। বলেন, তাঁরাই ভোটের কাজ করেন। তাঁরাই দলের সম্পদ।পুরশুড়ার সভা থেকে থেকে নাম না করে দলত্যাগী ও ‘বেসুরো’দের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানালেন, যাঁরা দল থেকে বেরিয়ে গিয়েছেন, তাঁরা আর কোনওভাবেই তৃণমূলে ফিরতে পারবেন না। আর যারা যেতে চান তাড়াতাড়ি চলে যান। এছাড়াও কটাক্ষ করে বলেন, দুর্নীতি ঢাকতেই অনেকে বিজেপিতে যাচ্ছে।২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়ায় এক মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রীকে মঞ্চে আমন্ত্রণ জানানো হলে দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে। ভিক্টোরিয়ায় ওঠা ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির পুরশুড়ার জনসভা থেকে একের পর এক উদাহরণ তুলে ধরে বিজেপিকে ক্রমাগত আক্রমন করেন মুখ্যমন্ত্রী।
