শুরু হবে স্পুটনিক ভি এর ট্রায়াল। জানা গেছে, সাগর দত্ত মেডিক্যাল কলেজ শুরু হতে চলেছে স্পুটনিক ভি-এর পরীক্ষামূলক প্রয়োগ। হাসপাতাল সূত্রে খবর, করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে সাগর দত্ত মেডিক্যালের টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই হাসপাতালে রুশ ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। ১০০ জনকে দেওয়া হবে পরীক্ষামূলক করোনা টিকা। ট্রায়াল হওয়ার পর সবকিছুঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহেই ভ্যাকসিন চলে আসবে।
