রেল পরিষেবায় যাত্রী ভিড় কমাতে আরও ৭টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। পয়লা ডিসেম্বর থেকেই অতিরিক্ত এই স্পেশাল ট্রেনগুলির পরিষেবা চালু হয়ে যাবে। শিয়ালদা-লালগোলা, শিয়ালদা-সহরসা, হাওড়া-ধানবাদ, হাওড়া-মুম্বই সিএসএমটি, মালদা-কিউল এবং ভাগলপুর-রাঁচি রুটে এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। রেলের তরফে জানানো হয়েছে,আগামী ২৬ নভেম্বর থেকেই এই স্পেশাল ট্রেনগুলির বুকিং শুরু হয়ে যাবে। তবে এই স্পেশাল ট্রেন গুলির ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া ধার্য করা হবে।
