মথুরাপুরে পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রাস্তা এবং আ্যম্বুল্যান্সের উদ্বোধন করা হল শনিবার। উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগণা জেলার কর্মাধক্ষ্য শান্তনু বাপুলী।
এদিন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য ভোলানাথ প্রামানিক সহ অঞ্চল নেতৃত্বরা। এদিন অনুষ্ঠান থেকে শান্তনু বাপুলী বলেন, আজ আ্যম্বুল্যান্স ও রাস্তা উদ্বোধন হলো। পরে মুখ্যমন্ত্রীকে বলে হাসপাতালের বেড বাড়ানো ও পরিকাঠামোর উন্নয়ন করা হবে। এই গ্রামীণ হাসপাতালটি উন্নয়ন হলে উপকৃত হবে মথুরাপুর ১ এবং ২ নং ব্লকের প্রায় লক্ষাধিক মানুষ।
