সামনেই বিধানসভা নির্বাচন। প্রত্যেকটি দল নিজেদের রণ কৌশল ঠিক করতে প্রস্তুত। বাবা সাহেব আম্বেদকর এর দীক্ষায় দীক্ষিত রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়াও কোমর বেঁধে প্রস্তুত ভোট বৈতরণী পার করতে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে নিজেদের আগামীদিনের প্রস্তুতি সম্পর্কে বক্তব্য পেশ করেন পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক। মৃত্যুঞ্জয় বাবু বলেন ভূমিপুত্রদের অধিকার বুঝে নিতে সর্বত ভাবে তাদের পাশে থাকবো। এছাড়াও উপস্থিত ছিলেন আর পি আইয়ের রাজ্য সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক,স্পোকপার্সন রাজা মুখার্জি, প্রবীন নেতা গোপাল দাস, সুবল সর্দার,উত্তম সিং,রানা মজুমদার,গনেশ সরদার,প্রবীর বৈদ্য, সোমা দাস,দেবাশীষ চক্রবর্তী, তপন পাহাড়ী,নির্মল সর্মা,রঞ্জিত দাস। রাজা মুখার্জী অভিযোগ করেন দলিত শ্রেণীদের নিয়ে স্বাধীনতার পর প্রত্যেকটি দল তাদের ব্যাবহার করেছে, ভূমিপুত্রদের পাশে কেউই দাঁড়ায়নি, তাই আজ ভূমিপুত্ররা নিজেদের অধিকারের দাবিতে পথে নামবে। এছাড়াও রাজারহাট নিউটাউন এর তপন পাহাড়ী আর পি আইতে যোগ দেন তাকে রাজারহাট নিউটাউন এর সভাপতির দায়িত্ব দেওয়া হয়।দম দম শহরের দেবাশিষ চক্রবর্তীও আর পি আইতে যোগ দেন তাকে দম দম শহর এর সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
