ASIAS RICHEST MAN – এর তকমা হারালেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। সাথেই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে গিয়েছেন তিনি। রিলায়েন্স কর্ণধারকে পিছনে ফেলে এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে উঠলেন চিনের ঝং শানশান। তাঁর মোট সম্পদের আর্থিক মূল্য ৭৭.৮ বিলিয়ন ডলার। সাংবাদিকতা, মাশরুম চাষ ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সফল কেরিয়ারের পর টিকা প্রস্তুতকারী ফার্ম ও জলের বোতল তৈরি করে এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে উঠেছেন বর্তমান বিশ্বের ধনীতম ব্যক্তি ঝং শানশান।
