আবারও ইতিহাস গড়ল এক ভারতীয়। গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড জয় করলেন মহারাষ্ট্রের শোলাপুরের শিক্ষক রনজিতসিন দিসালে। এই অ্যাওয়ার্ডে পুরস্কার হিসাবে ১ মিলিয়ন ডলার পেয়েছেন তিনি, যা ভারতীয় মুদ্রায় ৭ কোটি টাকা। তবে অ্যাওয়ার্ড জয়ী দিসালে স্থির করেছেন, তার অর্জিত পুরষ্কার তিনি বাকি ৯জন ফাইনালিস্টের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন। যাতে তারা ওই অর্থ তাঁদের দেশের শিক্ষার প্রয়োজনে ব্যবহার করতে পারেন ।
