চিনকে টেক্কা দিতে ফের ভারত-নেপাল কাছাকাছি। প্রতিবেশী দেশগুলির সাথে নিজেদের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষে ভারত। প্রায় এক বছর ধরে উদ্ভুত করোনা পরিস্থিতির সুযোগে এবার চিনকে হঠিয়ে নেপালের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে নয়াদিল্লি। সেই বার্তাই দিয়েছেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সম্প্রতি নেপাল সফরে গিয়ে বিদেশ সচিব জানিয়েছেন বন্ধু দেশগুলিতে ভারত করোনার ভ্যাকসিন সরবরাহ করবে। আর সেই তালিকায় একদম ওপরের দিকে রয়েছে নেপাল। ভারতের ভ্যকসিন যা সাধারণ মানুষের উপযুক্ত হবে। আর সেই ভ্যাকসিন নেপালের মতো বন্ধু রাষ্ট্র আগে পাবে। এই বিষয়ে নেপালের বিদেশমন্ত্রী ও বিদেশ সচিবের সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশ সচিব।
