নতুন বছরের শুরুতেই ছটি শহরকে বড়সড় উপহার দিলেন প্রধানমন্ত্রী। একযোগে অত্যাধুনিক লাইট হাউস প্রকল্পের সূচনা করলেন তিনি। মধ্যপ্রদেশের ইন্দোর, গুজরাটের রাজকোট, তামিলনাডুর চেন্নাই, ঝাড়খণ্ডের রাঁচি, ত্রিপুরার আগরতলা এবং উত্তরপ্রদেশের লখনউতে হতে চলেছে এই অত্যাধুনিক মানের লাইট হাউজ। প্রধানমন্ত্রী দফতর সুত্রে খবর, এই লাইট হাউজ প্রকল্প অত্যাধুনিক আন্তর্জাতিক মানের প্রযুক্তি, সরঞ্জাম এবং পদ্ধতির মাধ্যমে নির্মাণ কাজের উদাহরণ হয়ে থাকতে চলেছে। লাইট হাউস প্রকল্পের অধীনে বিকল্প পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বাড়ি নির্মাণ করা হবে। কেন্দ্রের দাবি, এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি আর্থিক দিক দিয়ে সাশ্রয়ী, স্থিতিশীল, উন্নতমানের এবং টেকসই হবে।
