১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা সংকটের পরে এই প্রথম তিনি বাজেট পেশ করতে চলেছেন। করোনাকালে কেন্দ্রের বাজেট রীতিমতো চ্যালেঞ্জিং নির্মালা সীতারামনের কাছে। বাজেট অধিবেশন যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে তা নিয়েই বৈঠকে সাংসদদের কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী। তার জন্যই শনিবার সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক হয় ভিডিও কনফারেন্স মারফত।
