আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের। একলাফে ৫০ টাকা বেড়ে গেল। ডিসেম্বরের শুরুতে গ্যাসের দাম বেড়ে হল ৬৭০ টাকা ৫০ পয়সা। গত জলাই মাসের পর সেভাবে গ্যাসের দাম বাড়েনি। জুলাইতে গ্যাসের দাম বেড়েছিল ৪ টাকা ৫০ পয়সা। একদিকে বাজারে দ্রব্য মুল্য আকাশছোঁয়া। অন্যদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, সবমিলিয়ে মধ্যবিত্তের ঘরে আগুন।
