মাস্ক না পড়ার ভুলে বড় সড় মাশুল দিতে হল লাতিন আমেরিকার দেশ চিলির প্রসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পড়ার জেরে ৩ হাজার ৫০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ টাকার বেশি জরিমানা দিতে হল তাঁকে। সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে চিলির কাচাগুয়া সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন চিলির প্রেসিডেন্ট। সেখানে ঘোরার সময় তাঁর সঙ্গে সেলফি তোলার আবেদন জানান এক মহিলা। তাতে ইতিবাচক সাড়া দেন চিলির প্রেসিডেন্টও। আর তাতেই ঘটে যায় বিপত্তি। ওই মহিলা সেলফিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরেই দেখা যায় যে চিলির প্রেসিডেন্টের মুখে কোনও মাস্ক নেই। আর তারপরই প্রেসিডেন্টের অসর্তকতা নিয়ে পড়ে যায় শোরগোল।
