রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকা এক ভবঘুরেকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ। শনিবার ৬ নম্বর জাতীয় সড়কের আঙ্কুরহাটির ঘটনা। এদিন ডোমজুড় থানার টহলদারি গাড়ি খবর পায় আঙ্কুরহাটিতে রাস্তার ধারে এক মহিলা পড়ে রয়েছেন। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। টহলদারিতে থাকা সাব ইন্সপেক্টর অনিমেষ দাস ও বাহিনী ওই মহিলাকে রাস্তার ধার থেকে তুলে নিরাপদ জায়গায় নিয়ে যায়। প্রাথমিক শুশ্রুষার পরে খবর দেওয়া হয় কিরণ অ্যাম্বুলেন্সে। তাতে করে আনুমানিক বছর চল্লিশের ওই মহিলাকে হাওড়া হাসপাতালে পাঠানো হয়। পুলিশে অনুমান কোনও গাড়িতে তাঁর ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে।
